প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০১৯, ৫:৪৭ পি.এম
নিজের লেখা ও সুরে প্রতিবাদী গায় গেয়ে প্রশংসা কুড়াচ্ছেন কারারক্ষী জাহাঙ্গীর আলম
সৃজনশীলতা বা সৃষ্টিশীল প্রতিভা সবার থাকেনা এটা সয়ং সৃষ্টিকর্তার দান, বর্তমান সময়ে সোস্যাল মিডিয়ায় আমরা এমন অসংখ্য প্রতিভাবানদের সন্ধান পেয়েছি তারমধ্যে অন্যতম কারারক্ষী জাহাঙ্গীর আলম। সৃজনশীল প্রতিভার অধিকারী জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় পাতায় প্রতিবাদী গান গেয়ে এরই মধ্যে সবার নজর কেড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বর্তমানে কর্মরত সৎ কারারক্ষী জাহাঙ্গীর তাঁর সততা ও আদর্শ নিয়ে কারাগারের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। অবসরে বিভিন্ন গান কবিতা, গল্প-উপন্যাস লিখে সময় পার করেন বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে সাংবাদিকদের নিয়েও গান গেয়ে মাতিয়ে দিয়েছেন সারা বাংলার সাংবাদিকদের। নওগাঁর জেলার সদর থানাধীন, তিলকপুর গ্রামে জম্ম তার। পিতা আব্দুল বারী একজন বীর মুক্তিযোদ্বা। জাহাঙ্গীর আলমের জীবনী থেকে পাওয়া যায়, শুধু সাংবাদিক সমাজকেই নয় তিনি এমনিভাবে তাঁর নিজ অবস্থান থেকে দেশকে সত্যের পথে চলার চেষ্টাও করছেন। বলেছেন, জাতিকে জাগিয়ে তুলতে চান তাঁর গানের সুরে। জানা যায়, তাঁর অসংখ্য কবিতা ও গান রয়েছে তবে অর্থের অভাবে সেগুলো প্রকাশনা কিংবা রেকর্ড করে জনসাধারণের কাছে দৃশ্যমান করতে পারছেন না। তিনি মূলত সমসাময়িক ও সামাজিক অসঙ্গতি নিয়েই লিখে থাকেন, শুধু তাই নয় খুন, রাহাজানী, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী ভাষায় অজস্র গান সৃষ্টি করেছেন প্রতিভাবান এই মানুষটি। জানা গেছে, সাংবাদিকদেরকে নিয়ে গান লিখে এবং তা সামাজিক মাধ্যমে নিজকণ্ঠে গাওয়ায় দেশ-বিদেশের অসংখ্য সংবাদকর্মীরা তাঁকে নানা প্রশংসায় শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তাঁর এ ধরণের সৃষ্টিশীলতা অব্যাহত রাখতে অনুরোধও জানিয়েছেন অনেকে। সাংবাদিকদের নিয়ে জাহাঙ্গীর আলমের গানে ফুটে উঠেছে, সংবাদকর্মী মানে জাতির বিবেক, সাংবাদিকতা নির্যাতিত, সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। অথচ এর বিনিময়ে তারা কখনো নেতাদের কাছ থেকে কখনো প্রশাসনের পক্ষ থেকে কেবল আঘাতই পেয়ে থাকেন। কারারক্ষী জাহাঙ্গীর সৃষ্ট এসব গানের বিচার বা মূল্যায়ন অথবা গীতিকবিতার সাহিত্যিক মূল্যায়ন কেবলমাত্র এই শিল্পের বোদ্ধা জনেরাই যে করতে পারবেন তা নির্দ্বিধায় বলা যায়। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন আমৃত্যু তার এই সৃজনশীল কর্মযজ্ঞ অব্যাহত রাখতে পারেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com