প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১:৩৬ পি.এম
ইবিতে সপ্তাহব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালা
শামীমা রহমান, ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাত দিনব্যাপী ব্যাসিক মার্শাল আর্ট অ্যান্ড সেল্ফ ডিফেন্স ট্রেনিং কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সকাল ৭টায় প্রথম দিনের মতো এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের সিনিয়র পুরুষ প্রশিক্ষক রাফি আহনাফ খান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস তানজিনা।
ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের ব্যবস্থাপনায় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রায় ১০০ জনের মতো নারী শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার বিষয়ে জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন,“ইসলামিক ইউনিভার্সিটি কারাতে ক্লাব থেকে ৭ ব্যাপী মেয়েদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি তাদেরকে আত্নবিশ্বাসী করে গড়ে তোলা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের মতো মেয়েরা পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে শারীরিক - মানসিক নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সমবয়সী, কমবয়সী বা বয়োবৃদ্ধ পুরুষদের দ্বারাও বিভিন্ন ধরনের ইভটিজিং ও হ্যারেজমেন্টের শিকার হচ্ছে। এবং মানসিকভাবে তারা ভেঙে পড়ছে, চলাফেরায় ভয় এবং আতঙ্কিত অনুভব করছে। মূলত এই ধরনের পরিস্থিতি যেনো মেয়েদের পড়তে না হয় বা হলেও যেনো তারা সহজে এগুলো সমাধান করে সুস্থ - স্বাভাবিক জীবন যাপন করতে পারে এই সকল কারনেই আমাদের এই আয়োজন। পাশাপাশি এসকল শারীরিক কসরত আমাদের শরীরকে সুস্থ রাখে ও মানসিকভাবেও আমাদের প্রফুল্ল রাখে। আমরা দীর্ঘদিন যাবৎ মেয়েদের নিয়ে কাজ করে চলেছি।ভবিষ্যতেও আমাদের অনেক কাজ করার পরিকল্পনা আছে।যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় আশা করি আমরা দ্রুতই আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারবো।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com