শামীমা রহমান, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের প্লাটফর্ম এএনএফটি সোসাইটি–এর ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে ভাইস-প্রেসিডেন্ট(১) হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমা খাতুন, ভাইস-প্রেসিডেন্ট (২) হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রেজাউজ্জামান পলাশ এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের হাবিবুর রহমান শিমুল। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি (জিএস) হাবিবুর রহমান শিমুল বলেন,“আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। এএনএফটি সোসাইটির নতুন জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমি এবং আমার কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করব।” তিনি আরো বলেন, “ডিপার্টমেন্টের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। বিভাগের উন্নয়নে কাজ করা এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com