হাফিজুর রহমান শিমুলঃ "বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি সকলে মিলে সুস্হ থাকি" এবং কালিগঞ্জ উপজেলাকে ডেঙ্গুমুক্ত করি " স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা ও জলাবদ্ধতা নিরাসনে উপজেলার সকল শ্রেণীপেশার মানুষের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দীরসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে একিভূত হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সবাই কে একযোগে কাজ করতে আহবান জানালেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সহযোগীতায় ইতিমধ্যে ডেঙ্গু সনাক্তে ব্যবহৃত কিট্ ক্রয়ে হাসপাতাল কতৃপক্ষকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি যানান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী এ প্রতিনিধিকে ডেঙ্গু প্রসঙ্গে বলেন-অসচেতনতার জন্যে আমরা এডিস মশার জন্ম দিয়ে ফেলেছি। নিজ নিজ দায়িত্বে বসত বাড়ী, গোয়ালঘর, রান্নাঘর, কাঠঘরের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতাম, তাহলে ভয়াবহ আকার ডেঙ্গু রোগে আক্রান্ত হতাম না। সুতারাং সকলে মিলে ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সফল করি। ইউ এন ও সাহেব বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি সকলের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য। তবুও অনেক স্থানে এখনও দেখা যাচ্ছে পরিত্যক্ত দৈয়ের মায়শা, নারিকেলের মালা, মাটির হাঁড়ি, ভাঙ্গা কলস সহ পনি জমে থাকা অনেক বাড়িতে আছে। অনেককে রুল অনুযায়ী জরিমানা করা হয়েছে। তবুও মানুষের মাঝে সচেতনতার এখনও অভাব রয়েছে। আমি চেষ্টা করছি সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ডেঙ্গু বিষয়ে কাজ করাতে। আমরা সেটা সক্ষম হয়েছি। ইতিমধ্য উপজেলায় ১শ ২৫ টি স্প্রে মেশিন, প্রয়োজনীয় কিটনাশক বিতরন করেছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com