প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১১:২৩ পি.এম
বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আকরাম হোসেন (২০), ২। মো: জাহিদুল হাসান ওরফে জাহিদ (২৫), ৩। মো: মিরাজ (১৯), ৪। মো: রাহাত আহম্মেদ ওরফে বাদশা (৪০), ৫। মো: সাগর (২৮), ৬। মো: শাহিন (২৫), ৭। মো: তাজু ইসলাম (২২), ৮। হাবিব (৩১), ৯। শাকিল (২০), ১০। শরীফ হাওলাদার (২১), ১১। মেহেদী হাসান (২২), ১২। আরিফুর রশোন (২০), ১৩। মো: ফরহাদ হোসেন (১৯), ১৪। জহিরুল ইসলাম (২১) ও ১৫। মো: আরিফ (২৪)।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা ৪০ ফিট ও নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর এলাকার পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com