প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১২:৩৩ এ.এম
৪৩ তম বিসিএস সহকারী পুলিশ সুপার (এএসপি) দের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান
অদ্য ২৬ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার সিআইডি সদর দপ্তর, মালিবাগ এ ৪৩ তম বিসিএস এ সদ্য নিয়োগপ্রাপ্ত মোট ৮৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) দের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৮ দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মতিউর রহমান শেখ এবং সভাপতিত্ব করেন জনাব গাজী জসিম উদ্দিন, ডিআইজি (এইচআরএম)। এছাড়াও ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচিতি শেষে শুভেচ্ছা বক্তব্যে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মতিউর রহমান শেখ বলেন, পুলিশ এবং পুলিশিং প্রকৃতপক্ষে সহজ না, এটি বেশ ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজ। অন্যান্য পেশা বা চাকুরিতে যেমন গৎবাঁধা মোটামুটি একই কাজ থাকে সেক্ষেত্রে এ পেশাটি ব্যতিক্রম। প্রতি মূহুর্তে শেখার অনেক কিছুই আছে। প্রতিটি শিক্ষা ও নিজেদের দক্ষতা কাজে লাগাতে হবে। নিজেদের প্রাতিষ্ঠানিক শিক্ষাও এ ক্ষেত্রে বেশ সহায়তা করতে পারে বলে মন্তব্য করেন তিনি। সবশেষে সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com