বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখার শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী।
সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত 'বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে' শীর্ষক সভায় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও 'রাষ্ট্র মেরামত' গ্রন্থ প্রণেতা মো: কবির হোসেন সরদার প্রধান অতিথির বক্তৃতায় তারুণ্যদীপ্ত নতুন দেশ গড়তে শিক্ষার্থী ও তরুণদের উদাত্ত আহবান জানান। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তারুণ্যের শক্তির বিকল্প নেই, যা এ দেশের তরুণরা আবারো প্রমাণ করেছে।
জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও ময়মনসিংহ আলোকচিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম মোতালেব, ইউনিসেফ প্রতিনিধি আমান উল্লাহ, তরুণ প্রজন্মের প্রতিনিধি হাবিব হাসান, সিলমন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবা হাসান সাদিয়া প্রমুখ সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও সম্মান ধারণ করে জীবন ও দেশ গড়ার আহবান জানান।
তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম ভার্চুয়াল উপায়ে এবং সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি সূচনা বক্তব্য দেন। শেষে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইনে অবদানের জন্য তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com