বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে ১০ নির্দেশনা সরকারের
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, দালালদের প্রলোভনে পড়ে একাধিক বাংলাদেশি নাগরিক রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত আটজন বাংলাদেশি এই সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছেন, আর আরও ১৮ জন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছেন। ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এই খবর প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরইমধ্যে প্রতারণা ঠেকাতে আজ (রোববার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এক শ্রেণির দালাল ও প্রতারকচক্র বিদেশগামী কর্মীদের মোটা বেতনের লোভ দেখিয়ে তাদের অবৈধ পথে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। মূলত টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, টুরিস্ট বা ভিজিট ভিসায় গিয়ে কাজ করাকে আইনগতভাবে বৈধতা দেওয়া হয় না। ফলে এভাবে বিদেশ গমনকারীরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হচ্ছেন। অনেকেই জেল-জরিমানার মুখে পড়ছেন, এমনকি জীবন হারানোর ঘটনাও ঘটছে।
এ ধরনের প্রতারণা এড়াতে সরকার বিদেশগামীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে বিদেশ গমনের পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলির প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করা হলো-
১. কর্মসংস্থান (ওয়ার্ক পারমিট) ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা;
২. দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা;
৩. বিদেশ গমনের পূর্বে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ যেমন- বেতন-ভাতা, কর্মের মেয়াদ, থাকা, খাওয়া, আকামা বা ওয়ার্ক পারমিটসহ অন্যান্য সুবিধাদি সম্পর্কে নিশ্চিত হওয়া;
৪. বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ব্যতীত কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা;
৫. জলপথ, স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া;
৬. ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা;
৭. বিদেশ গমনের পূর্বে নিয়োগকারীর সাথে কর্মচুক্তি স্বাক্ষর নিশ্চিত করে বিদেশ গমন করা;
৮. ভিসা, কর্ম চুক্তিপত্র, নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা;
৯. বিদেশ গমনের পূর্বে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নাম্বার সংরক্ষণ করা;
১০. সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) তে প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd বা বিএমইটি'র ওয়েবসাইট www.bmet.gov.bd বা প্রবাসবন্ধু কল সেন্টার নম্বর ১৬১৩৫ হতে যাচাই করা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com