হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় বাঁশতলা সড়কে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় বিএনপি নেতা মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালের আইসিইউতে থাকা এস এম মোতাহার হোসেন (৫০) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ফতেপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বাঁশতলা সড়কের ফতেপুর বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানসহ একাধিকজন জানান, এসএম মোতাহার হোসেনসহ আমরা তিনজন রাস্তার সাইডে দাঁড়িয়ে কথা বলছিলাম। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালক অনিক গাজী তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান। এসময়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি করেন। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানিয়েছেন মোটরসাইকেল চালক শাহরিয়ার হোসেন অনিক (১৮) উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামের আইজুল গাজীর ছেলে। সে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালায় বলে অনেকে অভিযোগ করেণ। শেষ খবরে জানা গেছে, মোতাহার হোসেনকে সন্ধ্যার পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com