ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরীর খোঁজ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেছেন, "এটি প্রেম-সম্পর্কিত ঘটনা।নওগাঁ'র এক ছেলের সঙ্গে তিনি পালিয়েছেন। ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কিশোরীর হাত ধরে যেতে দেখা যায়।"
পুলিশ জানিয়েছে, নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছে ওই কিশোরী।
"আমরা মেয়ের খোঁজ পেয়েছি। ছেলেরও খোঁজ পেয়েছি। তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পৌঁছায় নাই। ছেলের বাবা-চাচা'র সাথে কথা বলেছি, তাদের কাছে মেয়ে সকালে ছিল। পরে আবার বাসা থেকে বেরও হয়ে গেছে। বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে," বলেন এডিসি জুয়েল রানা।
এই ঘটনায় মেয়ের বাবা'র অসহোযোগিতান করছেন দাবি করে মি. রানা বলেন, "পুলিশকে সহযোগিতা করা দরকার। কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com