মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর মান্দায় ১৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সিদ্দিক মোল্লা (৫০) ও মহাদেবপর উপজেলা সদরের মৃত ফয়জার রহমানের ছেলে কারিয়াপ্পা (৫৫)।
মঙ্গলবার বিকেলে মান্দা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর রহমান জানান, দীর্ঘদিন থেকে মান্দা থানা এলাকায় একটি চক্র ভারতীয় জাল রুপি সরবরাহের মাধ্যমে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে ভারতীয় জাল রুপিসহ দুই জনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩ লক্ষ ৭৫ হাজার জালরুপি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com