কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে অভিযান চালিয়ে মারপীট ও ছিনতাই মামলায় ডালিম মেম্বর সহ দুইজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় মৌতলা বাজার এলাকায় ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ ও উল্লাস করেছে।
থানাসুত্রে জানাগেছে, উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মোকছেদ আলীর স্ত্রী মঞ্জুরা বেগম বাদী হয়ে ডালীম মেম্বর, সোহেল ও রানা শেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলা নং ৪(৯)১৯। এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক অনুপ কুমার দাশ সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার দুপুরে মামলার ২ নং আসামী সোহেলকে আটক করলেও অপর দুই আসামী গাঁঢাকা দেয়। এদিকে পুলিশ শনিবার দুপুরে কাকশিয়ালী গ্রামের জ্যাকী সিনেমা সংলগ্নে থেকে আটক করে মামলার ১ নং আসামী ডালীম ও ৩ নং আসামী রানা শেখকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীর পুত্র তপুকে মারপীট করে ৫০ হাজার টাকা ছিনতাই, হত্যার উদ্দেশ্যে মারপীট সহ এলাকায় বিশংখলা সৃষ্টির অভিযোগে মামলা হয়। জানাগেছে, বিশিষ্ট ব্যবসায়ী মোকছেদ আলী মোড়লকেও ব্যাপক ভাবে মারপীট করে ডালিম বাহিনী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com