সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনের ব্যাপারে কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে চলা কিছু বিষয়ে বিবিসি বাংলা’ র প্রতিবেদনের ব্যাপারে আমার পূর্বের কিছু মন্তব্য সঠিক ছিল না, এবং আমি সে বিষয়ে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বিলেন। প্রেস সচিব বলেন, প্রথমত, আমি বুঝতে পারছি যে বিবিসি বাংলা বারবার স্পষ্টভাবে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভারতে পাড়ি জমিয়েছেন’, যা আমি পূর্বে ভুলভাবে উল্লেখ করেছিলাম। তিনি আরও লেখেন, দ্বিতীয়ত, আমি এখন জানছি যে বিবিসি বাংলা তারেক রহমানের কভারেজ দিয়েছে, যদিও হাসিনা সরকার তাকে নিষিদ্ধ করেছিল। তবে বর্তমানে তারেক রহমানের বিবিসি বাংলায় উপস্থিত হওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শফিকুল আলম আরও লেখেন, এছাড়া, আমি যেসব মন্তব্য করেছিলাম, যেখানে বলেছিলাম যে বিবিসি বাংলা হাসিনা এবং তার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সমর্থন করে, তা সম্পূর্ণভাবে সংশোধন ও প্রত্যাহার করছি। যদিও আমি কিছু নির্দিষ্ট প্রতিবেদন নিয়ে ভারসাম্যহীনতা এবং প্রাসঙ্গিকতার অভাব দেখতে পেয়েছি, আমি বুঝতে পারছি যে বিবিসি বাংলা বাংলাদেশে চলমান ঘটনাবলী সঠিক ও নিরপেক্ষভাবে রিপোর্ট করার সর্বাত্মক চেষ্টা করছে। শফিকুল আলম আরও বলেন, বিবিসি বাংলার পক্ষ থেকে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করার সক্ষমতা এবং প্রস্তুতি বাংলাদেশের একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মিডিয়া পরিবেশ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com