ওমর ফারুক, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।।সাতক্ষীরার শ্যামনগরে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা ও বমি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু রাফি (৮)। সূত্রে জানা যায়, সে শ্যামনগর উপজেলার জয়নগর কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণির ছাত্র। তার পিতার নাম আনিসুর রহমান। তার মা ব্র্যাকে চাকরি করেন। তাদের বাড়ি খুলনার কয়রায়। মায়ের চাকরির সুবাদে রাফি তার মায়ের সাথে শ্যামনগরে থাকতো।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অন্যদিনের মতো রাফি স্কুলে যায়। এরপর সে মাথা যন্ত্রণা অনুভব করে। এরপর বমি করতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com