মোহর আলী ।। কুষ্টিয়ার দৌলতপুরে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে নদীর চরে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চরের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটেছে।
নিহত রাজু উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে।
গুলিবিদ্ধ রাজুকে দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, এক সপ্তাহ আগে এলাকার এক যুবকের সঙ্গে রাজুর বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে ওই যুবক রাজুর ওপর চরম ক্ষিপ্ত ছিলেন। সোমবার সন্ধ্যার দিকে একজন রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন রাতে শুনতে পান রাজুকে গুলি করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান জানান, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাঠে খেসারি তোলার নাম করে রাজুকে ডেকে নেয়। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, রাজুর শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com