আরাফাত আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড.এম আমিনুল হক বলেন দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।
বৃহষ্পতিবার(১৩ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে ফেষ্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয় এর বিশেষ সহকারি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম শুরু না হওযায় কিছুটা খারাপ লাগছে নওগাঁবাসীর। চিন্তার কোন কারন নেই কৃষি,ইতিহাস ও ঐতিহ্যের এই জেলায় দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে। তিনি আরও বলেন, নওগাঁর মানুষ অনেক ধৈর্য ধারন করেছেন। দক্ষ মানব সম্পদ তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় থেকে সেই আশা করছি। শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাক বরেন্দ্রভূমি নওগাঁ।
পরে উপজেলা অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: হাছানাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুসহ প্রমুখ।
.
.
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com