মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম ও অর্জনকে সঠিক পথে পরিচালিত করতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীদের জনগণের সুখ-দুঃখের সঙ্গে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন, যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার- তাদের ভুলবেন না, ভোলা যায় না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট ‘স্বাধীনতার মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভায় জামাল হায়দার এসব কথা বলেন।
১২ দলীয় জোট প্রধান বলেন, আজ নতুন করে স্বৈরাচারবিরোধী, ফ্যাসিস্ট শাসনবিরোধী আন্দোলন গড়ে উঠেছে। এর নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের বলতে চাই- অতীতকে অস্বীকার করে হয় না, আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারব না।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরিত হবে। একটি সুখী, সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো।
‘স্বাধীনতার মঞ্চ’-এর প্রধান সমন্বয়ক ও জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com