স্বর্ণালী শারমিন।। সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজ টহল ফাঁড়ির অধিনস্থ মুড়ুলির খাল এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার হানিফ শেখ, আশরাফুল গাজী,তাজনুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাতাব আলী,ইমরুল ইসলাম, আমির আলী, জামাল সরদার, কারিমুল ও আল আমিন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ মোঃ শরিফুল আলম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com