রুবেল হোসেন।। ভোলায় জয় চন্দ্র দে (২৬) নামে ভুয়া এক ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তথ্য প্রযুক্তির ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
বিকালে দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মো. আসাদুজ্জামান বলেন, জয় চন্দ্র দে বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হারাধন চন্দ্রের ছেলে। জয় চন্দ্র দে নামের ওই ব্যক্তি এনএসআই সদস্য
পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি - বেসরকারি দপ্তর ও শিল্পপ্রতিষ্ঠানে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিতেন।
মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ টাকা নেন। সবশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধার ছেলে ফাহিম আহমেদ মুনকে চাকরি দেওয়ার নাম করে ১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার এনএসআই সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সদর মডেল থানায় জয় চন্দ্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com