সম্প্রতি সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন টঙ্গী সরকারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া এবং সরকারকে এ আইন পাসের অনুরোধ জানান।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুর টঙ্গী সরকারি কলেজে সামনে পাদদেশে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বর্ণনা তুলে ধরেন। এ সময় তারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষকদের শাস্তির বিষয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বৈষম্য বিরোধী ছাত্র মহাসিন উদ্দিন পাঁচটি লিখিত অভিযোগ তুলে ধরেন ও শিক্ষার্থী আরজানা ইয়াসিন কামিনী বলেন, সারা দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়ে যাওয়ায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে নিরাপদে ফিরব কিনা তা নিয়ে সংশয়ে থাকি। দেশের প্রশাসনের কাছে দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। গণিত বিভাগের আরেক শিক্ষার্থী সাব্বির ইফতেখার শাকিব বলেন, চলতি ফেব্রুয়ারি মাসে আমরা বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যমে জানতে পেরেছি। কখনো বাস ডাকাতি করতে এসে আমার মা-বোনদের ধর্ষণ, কখনো একুশে ফেব্রুয়ারির জন্য ফুল কুড়াতে গিয়ে ছোট বোন ধর্ষণ। কখনো বেড়াতে গিয়ে আমার বোন ধর্ষণ। চারিদিকে শুধু ধর্ষণের খবর পাওয়া যায়। কিন্তু ধর্ষকদের কোনো শাস্তির বিষয়ে জানা যায় না। আমাদের দাবি ধর্ষকদের একমাত্র শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com