সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না। তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সাথে বিদায় নিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় স্টেশনসংলগ্ন মাঠে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে। এজন্য তিনি দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেন।
বাবর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছে। শুধু আমাকে কারাগারে রেখেছে তাই নয়, গত সাড়ে ১৭ বছর পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com