ওমর ফারুক।। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটায় আজ বুধবার সকাল ৯ টা থেকে শুরু হয় তালিবুল ইলম পাঠাগারের ৫ম পূর্তিবর্ষি উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জনাব, তৈয়েবুর রহমান। (ইংরেজি প্রভাষক) দরগাহপুর এন,ডি,এস,ফাজিল মাদ্রাসা।
পরিচালনা করেন জনাব, মাওঃ ইউসুফ আলী (আরবি প্রভাষক, দরগাহপুর এন,ডি,এস,ফাজিল মাদ্রাসা) এছাড়াও উপস্থিত ছিলেন শারাফুল ইসলাম (সহকারী শিক্ষক) দরগাহপুর এন,ডি,এস,ফাজিল মাদ্রাসা।
মুহা: কামরুজ্জামান। ড. মুজিব রুবি হাই স্কুল। শাহারিয়ার। মো: কবির ইসলাম।
মো: মাহমুদুন্নবি উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়। আনারুল ইসলাম। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতারা আল্লাহর রাসুলের জীবন আদর্শ তুলে ধরে সে অনুযায়ী শিক্ষার্থীদের জীবন গড়ার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com