মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার।। অনুষ্ঠিত হলো ঈদগাঁও উপজেলা পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৬০০ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৫০ শিক্ষার্থী আলাদা ৪টি ইভেন্টে অংশ নেয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরিবিলি গ্রুপ এর পরিচালক সালেহীন রহমান মহীয়ান। বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যরা বলেন লেখা পড়ার পাশাপাশি শরীর-স্বাস্থার জন্য ক্রীড়াকে পাশে রাখতে হবে। খেলাধুলা মাদকসহ নানান ধরনের অপরাধের কার্যক্রম থেকে মানুষকে বিরত রাখে। লেখা পড়ার প্রতি শিক্ষার্থীদের মনযোগ দিতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে তোমাদেরকে হতে হবে বড় বড় অফিসার, ডাক্তার,ইঞ্জিনিয়ার সচিব রাষ্ট্র প্রধান। তোমাদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা গর্ব করতে পারবে। এলাকাবাসাী ও পিতা মাতা অহংকার গৌরব করে বলবে। আশা করছি সবাই পরিক্ষায় ভালো রেজাল্ট করবে বিদ্যালয় ও পিতা মাতার সম্মান ধরে রাখবে।
পোকখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি সভাপতিত্বে সঞ্চলনায় করেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারেক মোহাম্মদ ফয়েজ উল্লাহ,সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম (ভিটি),তপন কান্তি তালুকদার, মনোয়ারা বেগম,হামিদা আক্তার,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) ঈদগাঁও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আজিজ। এসময় আরো উপস্থিতি ছিলেন, শিক্ষকদের মধ্যে,রশিদ আহমদ, আব্দুল মোনাফ,নিত্যানন্দ কুমার,আহাসান হাবিব সোহাগসহ প্রমুখ।