হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর চাঁচাই ঐতিহ্যবাহী ফুটবল মাঠে চাঁচাই সবুজ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাঁচদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন। রবিবার ( ১৫ ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। এসময় তিনি বক্তব্যে বলেন সুস্থ্য সমাজ বিনির্মানে শিক্ষিত জাতী গঠনের পাশাপাশি দেশীয় সাংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। মাদককে না বলি সুষ্ঠ সুন্দর দেশ গড়ি। আমি কালিগঞ্জ থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, অনিয়ম, দুর্ণীতি, ইভটিজিং ও চাঁদাবাজ মুক্ত করতে চাই। সেক্ষেত্রে সচেতন মহলের সহযোগীতা দরকার। বাল্যবিবাহ মুক্ত রেখে সুখি ও সার্থক পরিবার উপহার দিতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারিক, শিক্ষক ইউনুচ আলী, ইউপি সদস্য গোলাম রব্বানী, চাঁচাই সবুজ সংঘ'র সভাপতি সবুর মোড়ল, ও সাধারন সম্পাদক সুজিৎ চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com