অমিত হাওলাদার, পিরোজপুর জেলা প্রতিনিধি।। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন ৬নং দৈহারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড গনকপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে ভিতরে কে বা কাহারা রাতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অনুমান ৫ঃ৪৫ ঘটিকার দিকে বিএনপি’র পার্টি অফিস সংলগ্ন দক্ষিণ পাশের বাড়ির সুব্রত রায় ধোঁয়া দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন। অনেকের ধারণা পেট্রোল ঢেলে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয় বলে জানায়। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ৮/৯ টি চেয়ার এবং ১টি টেবিল পুড়ে ক্ষয়ক্ষতি হয়। এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করে মামলা হয়নি।
এছাড়াও নেছারাবাদ উপজেলায় ২টি বাড়িতে চুরি এবং ১টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
অদ্য বৃহস্পতিবার রাতে আনুমানিক নেছারাবাদ উপজেলাধীন ১নং বলদিয়া ইউনিয়নস্থ চামী এবং গগন গ্রামের জনৈক মোঃ শাহাদাত হোসেন ও মোঃ সাইফুল ইসলামের বসত ঘরে চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে।
অনুমানিক ৩ঃ২০-৪ঃ০০ ঘটিকার মধ্যে গগন গ্রামের মোঃ আমানত উল্লাহ ফিটার,পিতা-মৃত শহীদুল্লাহ, ১নং ওয়ার্ড এর মাটির পিরা কেটে ঘরে চুরির ঘটনা ঘটে, এসময় ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ব্যক্তিগত মোটরবাইকের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স সহ নগদ ১০০০০/ টাকা নিয়ে নেয়। অতঃপর অনুমান রাত ৪ঃ০০–৪ঃ১০ ঘটিকায় মো:সাইফুল ইসলাম,পিতা-মৃতঃ শহীদুল্লাহ,১নং ওয়ার্ড এর বাসায় চুরির ঘটনা ঘটলে ১টি টর্চ লাইট,গৃহস্থালী কিছু জিনিসপত্র,নগদ কিছু টাকা নিয়ে যায়।
এছাড়াও একই রাতে অনুমান ৪ঃ১৫-৪ঃ৩০ ঘটিকায় মো:শাহাদাত হোসেন,পিতা- মৃত আবু হানিফ,৩নং ওয়ার্ড, এর বাসায় ডাকাতির সময় মো:শাহাদাত হোসেনের হাত-পা বেঁধে,স্ত্রী-সন্তানকে ধারালো অস্ত্র রামদা দিয়ে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণের কানের দুল ১জোড়া, রুপার চেন ১টি,জমির দলিল পত্র ও নগদ ৪৭,০০০/ টাকা নিয়ে যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা ৫/৭ জন মূখোষ ধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে উল্লেখিত ১ম এবং ২য় ব্যক্তিদের বসত ঘরে চুরি এবং ৩য় ব্যক্তির বসত করে ডাকাতির ঘটনা ঘটায়। এখন এ বিষয়ে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আরো জানা যায় নেছারাবাদ উপজেলাধীন স্বরূপকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের জগন্নাথকাঠী গ্রামে আনুমানিক সকাল ৯ টা ৫০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ঘটা অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। পরবর্তীতে অগ্নিকাণ্ড ছড়িয়ে গিয়ে প্রতিবেশী মো: দুলাল,পিতা: মৃত্যু আজাহার আলী। আ: রহিম,পিতা: মৃত্যু আজাহার আলী, মোঃকবির,পিতা: মৃতঃ সালেক এর বসত ঘরও পুরোপুরি পুড়ে গেলে ধারণা ৩৫/৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজনের সহায়তায় অদ্য ১১ঃ৪৫ ঘটিকার সময় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।