ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আগামী কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের কাছে খাদ্য ও জল ঠিক মতো পৌঁছে দিতে সবধরনের সহযোগিতা করবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।আজ তিনি সরাসরি একথা জানিয়েছেন। এদিন শ্রীনগরে,প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। তিনি বলেন পবিত্র রমজান মাসে খাদ্য ও পানীয় জলের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে সাহায্য করবে তার সরকার। সেই সঙ্গে রমজান মাসে ঠিক সময় ইফতার যাতে করতে পারে তার জন্য একঘন্টা আগে সরকারি ও আধাসরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করেন। এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের সহযোগিতা করবেন। এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর মোতায়েন করেছেন এই রমজান মাসে উগ্রবাদীরা যাতে নাশকতা সৃষ্টির না করতে পারে। কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করছে ওমর আবদুল্লার সরকার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com