হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জনৈক এক দানবীর ব্যাক্তির আর্থিক (নাম প্রকাশে অনিচ্ছুক) সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থার কার্যালয়ে শনিবার (০১ মার্চ) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার, ধলবাড়িয়া মথুরেশপুর, মৌতলা, রতনপুর, নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের বাছাইকৃত অতি দরিদ্র ১১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি পেয়াজ ও ২ কেজি করে ছোলা সহ ইফতারী সামগ্রী প্রদান করা হয়েছে।
উপরোক্ত সামগ্রী দিয়ে একটি প্যাকেজ তৈরি করা হয় যার বাজার মুল্য ১হাজার ৭শত ৬৭ টাকা। ১১ জন ব্যক্তি অর্থাৎ এগারোটা পরিবারকে মোট সর্বমোট ১৯ হাজার,৪শত ৩৭ টাকা মূল্যের প্যাকেজ বিতরণ করা হয়। এছাড়াও ঐ ১১জন প্রতিবন্ধীকে পরিবহন ও বিকাশ খরচ বাবদ ৬শত টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজাসহ সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার জেনারেল কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com