রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে দুই তরুণীর ধূমপান করা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের জের ধরে অবিলম্বে তার অপসারণ দাবি করেছেন বিক্ষোভকারীরা। সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর আসাদগেটের লালমাটিয়া বি ব্লক এলাকায় এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এর আগে গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে সোমবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ।
পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুতুল দাহ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com