মহর আলী।। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসোইন।
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ভেড়ামারা এলাকায় একটি গুরুতর সমস্যা। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে, যার ফলে কৃষিজমি, ঘরবাড়ি, রাস্তা ও বাঁধ নদীগর্ভে বিলীন হচ্ছে। এমনকি কুষ্টিয়া-পাবনা মহাসড়কও হুমকির মুখে রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে অবৈধ বালু উত্তোলন ও বালুঘাট দখল নিয়ে সহিংসতা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ২০২৪ সালের ডিসেম্বরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নদীভাঙন রোধে এবং পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com