প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ১১:১৮ পি.এম
ডিএমপি কর্তৃক গুলশান-১ এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান

নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গুলশান বিভাগ এর উদ্যোগে গুলশান-১ এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ (০৮ মার্চ ২০২৫ খ্রি.) দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মো: রাগীব নূর এর উপস্থিতিতে গুলশান-১ এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে ফুটপাতে প্রতিবন্ধকতাকারী বিপুল সংখ্যক মালামাল জব্দ করা করে বাজেয়াপ্ত করা হয়।
উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লিখিত স্থানে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এই অভিযানে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার জিয়াউর রহমান চৌধুরী, গুলশান থানার অফিসার ইনচার্জ এবং গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com