রাইসুল ইসলাম নয়ন।।সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ এবং গাইডেন্স মন্ত্রণালয় রবিবার জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ওমরাহ যাত্রীদের মধ্যে পবিত্র কুরআনের হাজার হাজার কপি বিতরণ করেছে।
মন্ত্রণালয় এই উদ্যোগের অংশ হিসেবে ২৯,০০০ কপি কুরআন বিতরণ করেছে। এর লক্ষ্য হলো মুসলিমদের মাঝে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় অনুশীলনে সহায়তা করা।
এই উদ্যোগটি সৌদি সরকারের ওমরাহ ও হজযাত্রীদের জন্য সার্বিক ধর্মীয় সেবা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে। পবিত্র কুরআনের কপি গ্রহণ করে অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাদের জন্য মূল্যবান উপহার বলে উল্লেখ করেন।
সৌদি সরকার প্রতিবছর হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নানা ধরনের ধর্মীয় ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে, যার মধ্যে এই কুরআন বিতরণ কর্মসূচি অন্যতম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com