গত ১৭ সেপ্টেম্বর পাবলিক লাইব্রেরি মিলনায়তন, শাহবাগ, ঢাকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০১৮ খ্রিঃ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ নুরুজ্জামান কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল ও অনুষ্ঠানের সভাপতি ও এসোসিয়েশনের চেয়ারম্যান সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনের সুবিধা-অসুবিধা তুলে ধরে প্রধান অতিথীর দৃষ্টি আকর্ষণ করেন ও সহযোগীতার আবেদন করেন।
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাঃ মোঃ মুরাদ হাসান-এম.পি তার বক্তর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে ও তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করেন এবং সরকারের শিক্ষা ক্ষেত্রে সম্ভাবনার কথা বলেন এবং কিন্ডারগার্টেন এসোসিয়েশনের হয়ে ভাল দিকগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করবেন বলে আশা ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে জনাব হাছিনা গাজী, মেয়র, তারাবো পৌরসভা, নারায়ণগঞ্জ ও পরিচালক গাজী সাটেলাইট টেলিভিশন ও জনাব মোঃ ইফতেখার হোসেন ভূইয়া, বিভাগী উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ, ঢাকা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com