নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর শহরের মাংস বাজারে পচা মাংস বিক্রির জন্য এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসেনের গোপন সংবাদের তথ্যর ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে ১০-১২ কেজি গরুর পচা মাংস পাওয়া যায়। পচা মাংস বিক্রির জন্য মাসুদ শেখকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সারা দেশের মতো এধরণের অভিযান পিরোজপুরে সব সময় অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রশাসনের এমন অভিযানকে স্বাগতম জানায় বাজারে আসা সাধারণ মানুষ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com