সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকা জেলার সাভার থানার অন্তর্গত উলাইল বাস স্টান্ড নামা গেন্ডা সড়কটি চলাচলের জন্য অনুপযোগি হয়ে পরেছে। তবুও টনক নড়ছে না সংশ্লিষ্ট কতৃপক্ষের। সরেজমিন ঘুরে ও বিভিন্ন পথচারি সহ স্থানিয় একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়। এ সড়কটি। ১৯৯৬ সালের শেস দিকে ততকালিন আওয়ামীলীগ সরকারের সময় নির্মিত হলেও আজ প্রায় দীর্ঘ সময় কোনো প্রকার সংস্কার না করার কারনে সড়কটি গেন্ডা সহ উলাউইল হতে মাঝিবাড়ি পর্যন্ত ভয়াংকর রুপ ধারন করেছে।কোথাও কোথাও বড় গভীর ক্ষাদ সহ রয়েছে হাটু সমপরিমান কাদা মাটি সহ পানিতে ভরপুর। আর যা দিয়ে রিক্সা ইজিবাইক প্রাইভেটকার পর্যন্ত উল্টে ভয়াংকর সব দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এব্যাপারে স্থানিয় ওয়ার্ড কমিশনার আয়নাল হক গেদুর কাছে জানতে চাইলে তিনি বলেন যে এই সড়কটি সংস্কারের জন্য পৌরসভায় আবেদন করা হয়েছে এবং সড়ক উন্নায়নে খুব শিগ্রই পৌরসভা থেকে অর্থ বরাদ্ধ করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এ সড়কটি চলাচলের অনুপোযোগি হওয়ার পিছনে মুল কারন হিসেবে স্থানিয় বাসিন্দা থেকে শুরু করে যাতায়াত রত বিভিন্ন পথচারি দায়ি করে দীর্ঘ দিন সড়কটি সংস্কার না হওয়া ও স্থানিয় ভাবে গড়ে ওঠা ইটভাটা গুলোকে কারন হিসেবে তারা উল্যেখ করে ইট ভাটা গুলোর ইট ও মাটি বহন করা ভাড়ি ট্রাক সহ ভাড়ি যানবাহন কে। যার সত্যতা পাওয়া যায়। এ সড়কটি দিয়ে যাতায়াত রত বিভিন্ন শ্রেনি পেষার মানুষের দাবি অচিরেই যেনো সড়কটি কে পৌর সভা সংস্কার করে জনসাারনের চলাচলের উপযোগি করে তোলে অন্যথায় আমাদের দুক্ষের সীমা থাকবে না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com