মোঃ আনোয়ার হোসেন, কামরাঙ্গীরচর প্রতিনিধি : অবৈধ ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধে অভিযান করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। ঢাকা ডিএমপির কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ এবিএম মশিউর রহমান (পিপিএম) এর নির্দেশনা অনুযায়ী রাস্তায় চলাচল কারী ব্যাটারীচালিত তিন চাকাওয়ালা অটোরিকশা বন্ধে অভিযান চালু করেছেন পুলিশ।০৫/১০/২০১৯ ইং রোজ শনিবার বিকেল পাঁচ ঘটিকায় কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় অবৈধ ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধে অভিযান চালায়,এ সময় ঝাউলাহাটি থেকে দুইটা অটো রিক্সার ব্যাটারী খুলে নেওয়া হয়,কামরাঙ্গীরচর থানার ওসি এবিএম মশিউর রহমান বলেন ব্যাটারী চালিত রিকশা শুধুমাত্র রাতে চালাতে পারবেন তাও কিছু দিনের জন্য অস্থায়ী ভাবে, এরপর পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশনার কথাও জানান তিনি। তিনি আরও বলেন এলাকায় চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক নির্মুলে জনগণের পাশাপাশি পুলিশ কাজ করবে যদি কেউ চাঁদা দাবি করে তাৎক্ষণিক পুলিশ কে জানানোর অনুরোধ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com