আজ ১০/১০/২০১৯ ইং পল্লীবিদ্যুতায়ন বোর্ড এর সাবেক কর্তা মোঃদহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছ।চাকরি কালিনী সময়ে তিনি ব্যপক আকারে দুর্নীতি করেছেন বলে দুদকে করা অভিযোগে উল্লেখ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সদস্য, সদ্য অবসরে যাওয়া কর্মকর্তা মোঃ দহিদুর ইসলামের দুর্নীতির প্রাথমিক তথ্য, তিনি মানব সম্পদ পরিদপ্তরের দায়ীত্বে থেকেও বদলী, পদোন্নতী, নিয়োগ বাণিজ্যে কোটি টাকারও বেশি কামিয়েছেন। তিনি সহকারী পরিচালক হিসেবে প্রশিক্ষন পরিদপ্তরে কর্মরত থাকাকালীন অবৈধ ভাবে প্রশিক্ষণার্থী কর্মকর্তা/কর্মচারী গণকে বে-আইনি ভাবে পাস/উত্তীর্ণ করিয়েও প্রচুর অর্থ কামিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে অগনিত দাপ্তরিক অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠানে আছে। ঢাকার রায়ের বাজার ও পান্থপথ এলাকায় তার ২টি বিলাশ বহুল ফ্ল্যাটের আছে এবং বারিধারা আমেরিকান এ্যম্বাসির পাশে ক্রয় করা আছে জমি। তার নিজ জেলায় রংপুরে সদরে আছে ৪ তলা রাজকীয় বাড়ী। ব্যক্তিগত একটি টয়োটা প্রিমিও গাড়ী আছে। এ ছাড়াও তার ঢাকার পার্শবর্তী এলাকায় জমি ও ব্যাংকে বিভিন্ন নামে নগদ অর্থ আছে।
এমন অনেক দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানটিতে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় দূর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে পল্লীবিদ্যুতেও নজর দেওয়া জরুরী,
বালিশ ও পর্দা দূর্নীতির থেকেও ভয়ংকর দূর্নীতি এই প্রতিষ্ঠানে হচ্ছে বলে আমাদের জানান ঐ প্রতিষ্ঠানেরই কিছু কর্মকর্তা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com