≠
খুলনা জেলার রুপশা থানার বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েই চলেছে দিন দিন ইভটিজার ও বখাটেদের উৎপাত দেখার যেনো কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা,যায় রুপশার বিভিন্ন পাড়া মহল্লায় মোড়ে মোড়ে চায়ের দোকান সহ বিভিন্ন স্কুল কলেজের সামনে বখাটেদের আড্ডা। দেখার যেনো কেউ নেই। ধুমপান সহ বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রিদের প্রতি অশালিন অংগভংগি সহ নানা ভাবে ইটিজিং করছে এর মধ্যে যুগিহাটি বেলফুলিয়া ফরেন মার্কেট কালিবাড়ি ঘাট রাজাপুর শিরগাতি দুর্যোনিমহল খানমোহাম্মদপুর এর মধ্যে অন্যতম এসকল এলাকা গুলোর ইভটিজং এর জন্য কু ক্ষ্যাতি রয়েছে। আবার অনেকে মেয়েদের পিছু পিছু হেটে নানা ভাবে উত্তাক্ত করছে।যার কারনে অনেক স্কুল কলেজ পড়ুয়া ছাত্রিদের কে নানা বিরাম্ভনায় পরতে হয় অনেক সময় অসস্থিকর ও আতংকিত হয়ে চলাচল করতে হয়। এ ব্যাপারে স্থানিয় অনেক অভিবাবক ক্ষোভের সাথে বলেন এসকল বখাঠে ছেলে গুলো কোনো কিছুই মান গন্য করে তারা এতটাই বেপয়ারা চলাফেরা করে। তাদের ভয়ে আমরা আমাদের বাচ্চাদের কে স্কুল কলেজে পাঠাতে আতংক বোধ করছি। এ ব্যাপারে রুপসা থানার অফিসার ইনচার্জ ওছি বলেন এসকল বিষয়ে তিনি অবগত আছেন এবং ঘটনা খতিয়ে দেখে তিনি প্রয়জনিয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে আস্স্থ করেন।এ ব্যাপারে স্থানিয় অভিবাবক মহলের দাবি অতি শিগ্রই যেনো স্থানিয় পুলিশ প্রশাসন ইভটিজার ও বখাটেদের ব্যাপারে কঠোর ব্যাবস্থা গ্রহন করেন অন্যথায় হয়তো আবার ও ইভটিজিংএর জন্য অনেক কোমলমতি শিক্ষার্থী আত্ত্য হত্যার পথ বেছে নেবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com