ঢাকা ১৫ অক্টোবর ২০১৯: যমুনা টেলিভিশনের প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ও ক্যামেরাপারসন সাইফুল আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে সরকারের বাহিনীর প্রতি হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের নতুন বাহারচরা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাজ্জাদ পারভেজ ও সাইফুল আলমের ওপর সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা তাদের মারধর করে এবং ক্যামেরা ভেঙে ফেলে।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিনিয়ত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অতর্কিত হামলা-মামলার শিকার হচ্ছেন। বিষয়টি গভীর উদ্বেগের। অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবি করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com