ইন্দুরকানী,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ৫ মামলার আসামী দেলোয়ার খান (৪৫) র্যাব আটক করে আজ বুধবার ইন্দুরকানী থানায় সোপর্দ করেছে। এর আগে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী র্যাব অভিযান চালিয়ে ওই দিন রাতে একটি বাগান থেকে ১ নালা একটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ ও ২টি ছুরি উদ্ধার করে। জানা যায়, বরিশাল র্যাব-৮ এর একটি দল মঙ্গলবার বিকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর গাজীপুর গ্রামে।
ফজর আলী খানের ছেলে ডাকাত দেলোয়ার খান (৪৫) চর গাজীপুর খেয়াঘাট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে ওইদিন রাতে দেলোয়ারকে ব্যাপক জিজ্ঞাবাদ করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী পাড়েরহাটের বলেশ্বর নদী সংলগ্ন সাবেক ইউপি সদস্য গৌতম বাবুর সুপারি বাগান থেকে ১ নালা একটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ ও ২টি ছুরি উদ্ধার করা হয়। বুধবার র্যাব-৮ এর ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ইন্দুরকানী থানায় আসামী দেলোয়ার খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করে। ইন্দুরকানী থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি সহ ৫ টি মামলা রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, বরিশাল র্যাব-৮ দেলোয়ারকে আটক করে এবং অস্ত্র উদ্ধার করে বুধবার ইন্দুরকানী থানায় হস্তান্তর করে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন তার এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টি মামলা
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com