নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় অভিযান ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল গফ্ফরের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। এসকল জাল নদীর পাড়ে রেখে জেলেরা মা ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে জনতার সামনে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল গফ্ফার জানান, মা ইলিশ রক্ষায় কচাঁ ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com