নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধি:ফুটবল খেলতে মাঠে চলি,মাদককে না বলি শিরোনামে পুলিশ সুপার গোল্ড কাপ ২০১৯ উপলক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপার এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামের মিলণায়তনে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মওলা নকীব, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী,পিরোজপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম.তানভীর আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই পুলিশ সুপার গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। এতে পিরোজপুরের ৭ টি উপজেলার ৭ টি ফুটবল দল ও পিরোজপুর জেলা পুলিশের ১ টি দল অংশগ্রহন করবে। ২ টি গ্রুপে বিভক্ত হয়ে ২১ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত খেলা চলবে। টুর্নামেন্টকে জমজমাট করতে পিরোজপুর স্টেডিয়ামকে সাজানোর কাজ চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com