মোঃ এনামুল হক : ঢাকা জেলার সাভার থানার উচাপাইন তালতলা এলাকার শাহাবুদ্দিনের ভাড়া বাড়ীতে মোছাঃ আকলিমা আক্তার ১৫ নামের কিশোরি ধর্ষনের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খোজ নিয়ে জানা যায়। জামালপুর জেলার ইসলামপুর থানার উলিয়া পুর গ্রামের অজুদ্দিনের পুত্র তারা মন্ডল কিশোরি আকলিমা কে ধর্ষন করেন। তারা মন্ডল সম্পর্কে ধর্ষিতা কিশোরির মায়ের দ্বীতীয় পক্ষের স্বামি। তারা মন্ডলের বর্তমান ঠিকানা চাপাইন দক্ষিনপাড়া সুজনের বাড়ী,তারা মন্ডল সুজনের বাড়ীতে প্রথমে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ধর্ষক তারা মন্ডল।ধর্ষক তারা মন্ডলের প্রথম সংসারে দুই ছেলে ও এক মেয়ে আছে ধর্ষক তারা মন্ডল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আকলিমার মা কে বিয়ে করেন, তারা মন্ডল গত দুই তিন দিন আগে আনুমানিক রাত্র ২ টার সময় নেষা গ্রস্থ অবস্থায় আকলিমার ঘরে প্রবেশ করতে গেলে আকলিমা তার মা কে ফোন করে। এবং তার মা আকলিমার সাথে থাকতে বলেন এসুজোগ কে কাজে লাগিয়ে নেষাগ্রস্থ তারা মন্ডল জোরপুর্বক সৎ মেয়ে কিশোরি আকলিমাকে ধর্ষন করে ও এ কথা কাউকে বল্লে ধর্ষিতাকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারটি জানাজানি হলে।স্থানিয় বাসিন্দাদের সহজোগিতায়। তথ্য সংগ্রহ করা হয় এর মধ্যে উল্লেখ যোগ্য ব্যাক্তি কামরুল, ও আনোয়ার আরো অনেক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অনেক গুরুত্বপুর্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এ ব্যাপারে অত্র এলাকার মোঃ সরওয়ার হোসেন এর মাধ্যমে প্রাক্তন মেম্বার মোঃ মারফত আলী খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং এলাকার জনসাধারনকে নিয়ে ধর্ষিতার পাশে দাড়ান। সাবেক মেম্বার মারফত আলী ক্ষোভের সাথে বলেন এই ধর্ষক কে যত বড় নেতাই আশ্রয় দেক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এবং তিনি আরো বলেন এ ন্যারক্ক জনক ধর্ষনের ব্যাপারে পুলিশ প্রশাসন কে যথাযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করা হবে এবং মামলার ব্যাপারে ধর্ষিতা কিশোরিকে সার্ভিক সহযোগিতা দেয়া হবে বলে জানান মারফত আলি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com