নাছরুল্লাহ আল কাফী : পিরোজেপুরে “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৮০নং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পিটিআইর সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর গাজী মোঃ নজরুল ইসলাম।
সভা শেষে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ৩৮টি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্যালারী” উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আপনাদের শিক্ষার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিশুই আগামী দিন গুলোতে ভবিষ্যতের কর্ণধার হিসেবে গড়ে উঠবে। শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে সব শিক্ষার্থীদের প্রত্যেককে খুব ভালোভাবে লেখাপড়া করাতে হবে। অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com