সাভারে শত্রুতার জেরে ছাদ বাগান কেটে বিনাশ।
মোঃ এনামুল হক : জেলার সাভারে সত্রুতা বসত ছাদ বাগান কেটে বিনাশ করার অভিযোগ উঠেছে স্থানিয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
সময়ের প্রয়োজনে বন বনাঞ্চল কেটে ধ্বংস করার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাদ বাগান সহ বাড়ির আশেপাশে বিভিন্ন গাছ গাছালি রোপণের তাগিদ দিয়ে আসছেন পরিবেশবাদী সংগঠনগুলো সহ সরকারের বিভিন্ন মহল। গাছ নাকি মানুষের জীবন রক্ষাকারী উপাদানের জনক। তাই অনেকে নিজের দায়িত্ববোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আবার অনেকে নিজের সখ থেকে গাছ লাগান।
কিন্তু এবার সাভারের সিআরপিতে ভয়ঙ্কর রূপে দেখা গেছে এক উছশৃঙ্খল মহিলাকে যিনি অ্যাডভোকেট স্বামীর প্রভাব খাটিয়ে ছাদ বাগান কেটে সাবার করে দেয় কয়েক নিমিসেই। সুমাইয়া হাবিব নামে এক বৃক্ষপ্রেমির ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিয়েছেন।
গাছের মালিকের আকুতি আর কান্না ভেজা কন্ঠে গাছ না কাটার অনুরোধেও মন গলেনি পাষণ্ড ওই মহিলার । ভিডিওতে দেখা যায় উল্টো গাছ কাটার দা নিয়ে কোপাতে তেরে আসেন।
ভূক্তভোগীর অভিযোগ গাছ কাটতে তার সহযোগী হিসেবে সঙ্গে ছিলেন তার ছেলে আর ভারাটে সন্ত্রাসীর দল।এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সাভার এলাকার সাধারণ মানুষ ও প্রকৃতিপ্রেমিরা।
সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ আপলোড করেন।
সুমাইয়া তার ফেসবুকের ওয়ালে লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com