শুক্রবার সন্ধ্যায় যৌতুক ও নারী নির্যাতনের মামলায় আশুলিয়া থানা পুলিশ রানা হামিদ (২৭) নামে এক এনজিও কর্মীকে গ্রেফতার করেছে। আটককৃত রানা হামিদ আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকায় বসবাস করতো। সে, রাজশাহী জেলার বাঘা থানার বাসিন্দা।সেই সাথে সে আমবালা ফাউন্ডেশন (এনজিও) ম্যানেজার পদে আশুলিয়ার নয়ারহাট শাখায় চাকুরীর করেন।
জানা যায়, গ্রেফতারকৃত রানা হামিদ বিগত ২০১৪ সালের জুলাই মাসে আশুলিয়ার ধামসোনা ইউপির পবনারটেক এলাকার লাকী আক্তার তানিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ভাল বোঝাপড়া থাকলে ও বিগত ৩/৪ মাস ধরে অভিযুক্ত রানা হামিদ ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে তার স্ত্রী তানিয়ার সাথে কারনে অকারনে গালিগালাজ ও মারধর করতে থাকেন। এ বিষয়ে বার বার পারিবারিক ভাবে সমঝোতার চেষ্টা করেও কোন ফলাফল না হওয়ায়, গত ৮ইং তারিখে অভিযুক্ত রানা হামিদের নামে আশুলিয়া থানায় একটি থানায় সাধারন ডায়েরী করেন স্ত্রী তানিয়া।
এ কারনে রানা হামিদ স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে নির্যাতনের পরিমান বাড়িয়ে দেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার স্বামী রানা হামিদের নামে মামলা দায়ের করেন তিনি।অভিযোগের সূত্রে আশুলিয়ায় থানার অফিসার্স ইনচার্জ মামলা রুজু করেন,এবং এসআই একরামুল হক নের্তৃত্বে বাইপাইল এলাকা থেকে মামলার (১) আসামি রানা হামিদকে গ্রেফতার করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com