পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তির টাকা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। স্বাধীন বাংলাদেশকে উন্নত ও সার্বভৌম রাষ্ট্রে পরিনত করতেও কাজ করছেন তিনি। যারা বৃত্তি পেয়েছেন তাদের আরোও উন্নয়ন করতে হবে। মাদক ইভটিজিং বাল্যবিবাহ থেকে দুরে থাকতে হবে। অভিভাকদের প্রতি আহ্বান নিজের সন্তানদের দিকে ভালো ভাবে খেয়াল রাখবেন। লেখাপড়ায় পাঠ্যবইএর মধ্যে আটকে থাকলে চলবে না, অন্যান্য সব বিষয়ে অবদান রাখতে হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সাবিনা ইয়াসমিন, অঞ্জলী রাণী মজুমদার, মোঃ সোহরাব হোসেন। এসময় ৩০ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com