হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন মোঃ মোজাম্মেল হক রাসেল। তিনি বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর) কালিগঞ্জ উপজেলায় যোগদান করেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন তিনি। মোজাম্মেল হক রাসেল মাদারীপুর জেলার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল কালিগঞ্জ উপজেলার সকল উন্নয়ন মুলক ভালো কাজের সহযোগীতার প্রত্যায়ে তিনি বলেন উপজেলার সকল নাগরিকদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সেক্ষেত্রে চাই উপজেলার সচেতন মহলসহ সকলের আন্তরিক সহযোগিতা। আমি উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন গত ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বদলী হওয়ায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শুন্যতা ছিল। দীর্ঘদিন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com