১৬ বছর বয়স থেকে আমার সব আয় রোজগারের টাকা সেলিম আশরাফ সাহেবের হাজারো অসুস্থতায় সংসারে তার পুরো পরিবারের সবার সহযোগিতা করে আজ আমি নিঃস্ব।নিজে অসুস্থ ৫ বছর।আমি তার ৩২ বছরের ছোট। নিওরোলজির রোগী ।এগুলো সব হলো সম্মান ভালবাসাহীন অবহেলার জীবনের জন্য।আমি আর কারো জীবনে যেতে চাই না।আমার থাকা না থাকাটার কোন অর্থ নেই। কেউ আমার মনের আমার কষ্টে অবহেলায় পাশে দাড়ায় নি।মাথায় হাত দিয়ে একটা শান্তনার শব্দও উচ্চারণ করেনি।২৯ টা বছর একাকিত্বের জীবন পার করেও আমি গানের জন্য একটা প্রশংসার ও দাবিদার নই।নিজের জন্য আমি শুধু ভালবাসা ই আশা করেছি,তাও পাই নি। আমি কদিন আগেও মাননীয় প্রধান মন্ত্রী এর কাছ থেকে টাকা তোলার সব মিটিং আমার বাসায় করেছি।টিংকু ভাই কে ডেকে।আমার ২৯ টা বছর এর নির্মম একাকিত্বের পরও আমি সবার মাঝে হাসিমুখে ছিলাম।বোনের জন্ন্যে ২৫ বছর টানা সব কিছু করেও আমি কিছুই করিনি।অদির বাবার জন্য আমি আমার গানের অর্জন এর সব বিলিয়ে দিয়ে ও আমি শুন্যই রয়ে গেলাম।কিচ্ছু চাই নি আমি।শুধু একটা শব্দ শুনতে চেয়েছিলাম।আমার জীবনের সবটুকু দিয়েও মন ভরাতে পারিনি।আমি ওদের নিরব মানসিক অত্যাচার এ অবহেলায় আমি আমার জীবন হারাতে বসেছিলাম।আমার বান্ধবীরা আমাকে সহায়তা করেছে। আমার আর কিছু নেই দেবার মতো।যদি কোটি কোটি টাকা থাকতো আমি তাকে সব দিয়ে দিতাম।নেই আর কিছু দেয়ার মতো।আমার আর কোন মানসিক চাপ নেয়ার মতো শক্তি নেই। আমি আমার মেয়েটাকে নিয়ে আর গানটা কে সাথী করেই বেঁচে আছি।কষ্ট কি আমার চেয়ে কেউ বলতে পারবে না।কে আমার চিকিৎসা করবে।কে আমার মেয়েটা কে দেখবে।ওরা আমার মেয়েটাকে ও নিয়ে আমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিতে চায়।ওরা শুধু টাকার জন্য আর নিজের জন্য বাঁচতে চায়।আমি এখনো তাদের জন্যই সব করি,শুধু কষ্ট নেয়ার শক্তি আর আমার নেই। ওদের জন্য আমি নিজের জন্য কিছু চাইতে পারিনি।আমার লজ্জা হয় বাঁচতে।একটা শব্দ জীবনে সেলিম আশরাফ সাহেব কারো কাছে উচ্চারণ করেন নি আমার জন্য।
আমি আমার লাশ দিয়ে তাকে সুখী করতেও পারবো না।আমি আমার মেয়ের জন্য সুস্থভাবে বাঁচতে চাই। আমি শান্তি চাই। সেলিম আশরাফ সাহেব।সবসময় আমি পাশে ছিলাম।টাকা সময় যত্ন সব নিয়ে।একবারও কি বলেছেন? তবুও আপনার সুস্থতা চাই। টাকা না দিতে পারি দোয়া করি আপনি ভাল থাকুন।আমার কোনদিন কারও দয়ার প্রয়োজন ছিলনা।চাইবো না।শুধু আল্লাহ ই আমাকে দেখবেন।আমি ৫ টা বছর অসুস্থ, কই আমি তো কাউকে বলিনি।আজ বল্লাম।আমিও মানুষ।আমারও বাঁচতে ইচ্ছা করে।আপনার আর অনুর সুস্থতা কামনা করছি।
আমার জীবন আমি একাই দেখেছি আর একাই দেখবো।২৯ টা বছর এর পুরস্কার।আমি শূন্য। সবাই কে দিয়েও আমি শূন্য। সবার জন্য এতোকিছু করেও আমি শূন্য।
বন্ধুরা আমাকে মাফ করবেন।আমি দোষী কারন... আমি আলম আরা মিনু।আমি সেলিম আশরাফ সাহেব এর Ex wife.আমরা ১৭ বছর আলাদা।সারাজীবন ই আলাদা।আর আমি ক্লান্ত।আমি মানুষ।আমি শিল্পী নই।আমার কেউ নেই। আজীবন আমি একাই। আর একাই থাকবো।অদির বাবাকে দেখার হাজারো মানুষ আছেন।আমার কেউ নেই। আমি একা যখন এতোটা পথ পার হতে পেরেছি, বাকিটাও পারবো আল্লাহর রহমতে।
আপনারা এই পোস্ট টা যতো পারেন Share করে দিন।
শিল্পী আলম আরা মিনু এর ফেসবুক থেকে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com