নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই স্লোগানে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা সমবায় অফিস থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমবায় অফিসার গোলাম কবির শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুন্তানজির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ, আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ অহিদুজ্জামান খান। এসময় বিভিন্ন সমবায়ী ও সমবায় সমিতির ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ইন্দুরকানী উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই স্লোগানে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে
সমবায় অধিদপ্তরের আয়োজনে এক বর্নাট্ট র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার হোসাঈন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.মতিউর রহমান। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা জেপি শ্রমিক পার্টি'র সহ সভাপতি নাছরুল্লাহ আল কাফী প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন সমবায়ী ও সমবায় সমিতির উন্নয়ন মূলক আলোচনা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com