নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় "সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়" এই স্লোগানে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হোসেন, বিটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুবপ্রধান জামিল আহম্মেদ খান, এ এসটি একাডেমীর নবম শ্রেনীর ছাত্রী সুবর্না বাবলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে আগুন নির্বাপনের কিছু উপায় দেখানো হয় ও শহরের বিভিন্ন সড়কে ফায়ার সার্ভিসের সকল গাড়ি নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়।
নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ
০১৭৩৭২১৬০৯৬
০৬-১১-১৯
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com